ইন্টারফেরন গামা রিলিজ অ্যাসে (IGRA)

​ইন্টারফেরন গামা রিলিজ অ্যাসে (IGRA) হল একটি রক্ত ​​পরীক্ষা যা একজন ব্যক্তির যক্ষ্মা (টিবি/TB) সংক্রমণ আছে কিনা তা পরীক্ষা করে। টিবি(TB) রোগের আগে টিবি(TB) সংক্রমণ ঘটে থাকে। ​

টিবি সংক্রমণ (যাকে সুপ্ত টিবি সংক্রমণ বা 'ঘুমন্ত' টিবি নামেও পরিচিত) হল যখন আপনার শরীরে টিবি জীবাণু থাকে, কিন্তু তারা আপনাকে অসুস্থ করে না। আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা জীবাণুগুলিকে যেকোনো ক্ষতি করতে বাধা দিচ্ছে। টিবি সংক্রমণের কোনও লক্ষণ থাকে না এবং জীবাণু অন্য মানুষকে সংক্রমিত করতে পারে না।

টিবি সংক্রমণ টিবি রোগ থেকে আলাদা, যেখানে টিবি জীবাণু জেগে ওঠে বা সংখ্যায় বৃদ্ধি পায় এবং আপনাকে অসুস্থ করে তোলে এবং অন্যদের মধ্যে জীবাণু ছড়াতে সক্ষম হয়। 

যদি IGRA রক্ত ​​পরীক্ষায় দেখা যায় যে আপনার টিবি সংক্রমণ আছে, তাহলে আপনার ডাক্তার টিবি রোগ
বন্ধ করার জন্য ওষুধ লিখে দিতে পারেন।

টিবি সংক্রমণ সম্পর্কে আরও তথ্য এখানে পাওয়া যাবে: টিবি সংক্রমণ

IGRA কিভাবে কাজ করে?

একটি IGRA হল একটি রক্ত ​​পরীক্ষা যার জন্য 4 (চার) টি ছোট টিউবে রক্তের সংগ্রহ করা হয়। পরীক্ষার আগে আপনি স্বাভাবিকভাবে খেতে এবং পান করতে পারেন। এটি যক্ষ্মা বা টিবি সৃষ্টিকারী জীবাণুর প্রতি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা পরিমাপ করে কাজ করে।

IGRA পরীক্ষার আগে

অনুগ্রহ করে নার্স বা ডাক্তারকে জানান যদি আপনি:

  • এইচআইভি (HIV), ক্যান্সার, বা কিডনি রোগের মতো কোনও রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে এমন অসুস্থতা আছে
  • আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে প্রভাবিত করে এমন ওষুধ গ্রহণ করুন যেমন স্টেরয়েড (যেমন প্রেডনিসোন), অথবা কেমোথেরাপি (ক্যান্সারের ওষুধ)
  • গত মাসে জ্বর (>38°সেলসিয়াস) অথবা সংক্রমণ হয়েছে, যেমন ফ্লু, হাম, অথবা বুকের সংক্রমণ 
  • গত মাসে কোন টিকা নিয়েছেন
  • অতীতে যক্ষ্মা বা টিবি হয়েছে অথবা যক্ষ্মা বা টিবি আক্রান্ত কারো সংস্পর্শে এসেছেন।

IGRA পরীক্ষা দেওয়ার পর

যদি আপনার IGRA ফলাফল পজিটিভ হয়, তাহলে আপনি অতীতে টিবি জীবাণুর সংস্পর্শে এসে থাকতে পারেন। IGRA নেতিবাচক ফলাফলের অর্থ হল আপনি যক্ষ্মা জীবাণুর সংস্পর্শে আসার সম্ভাবনা কম।

আপনার নার্স বা ডাক্তার ফলাফল ব্যাখ্যা করবেন এবং আপনার আরও কোনও পরীক্ষা বা চিকিৎসার প্রয়োজন কিনা তা জানাবেন।

আরও তথ্য

আরও তথ্যের জন্য যক্ষ্মা (টিবি)​ তথ্যপত্র দেখুন। 

আপনার ভাষায় বিনামূল্যে সাহায্যের জন্য, 13 14 50 নম্বরে ট্রান্সলেটিং এন্ড ইন্টারপ্রেটিং সার্ভিসে কল করুন।

Current as at: Thursday 3 April 2025
Contact page owner: Communicable Diseases